HighlightNewsদেশ

বিপর্যস্ত কেরলের জনজীবন, উদ্বেগ বাড়িয়ে ফের বৃষ্টির আভাস

টিডিএন বাংলা ডেস্ক : শনিবার থেকে লাগাতার বৃষ্টি। যার জেরে বিপর্যস্ত কেরল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮। কেন্দ্রীয় আবহাওয়া দফতর আজ রাজ্যের ১১ টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে। তিন জেলায় জারি হয়েছে হলুদ সর্তকতা। ফলে নতুন করে বানভাসি হওয়ার আতঙ্কে কাঁপছে দক্ষিণের এই রাজ্যটি।

কেরলে বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না। লাগাতার বৃষ্টি ও ধস। এরইমধ্যে চলছে উদ্ধার কাজ। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ইদুক্কি বাঁধের জল ছাড়া হয়। এরফলে কোচি সংলগ্ন বিভিন্ন অংশ জলে ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। নিচু এলাকা থেকে বেশ কিছু পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। জলছাড়া হয় মুজিয়ার, মানিয়ার, আনানথোদু, ইদামালায়ার বাঁধের। রাজ্যজুড়ে ২৪৭ টি ত্রাণ শিবির খুলেছে প্রশাসন। মানুষকে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর অনুরোধ করা হয়েছে।

দুশ্চিন্তা বাড়িয়ে আজ ১১টি জেলায় কমলা সর্তকতা জারি করা হয়েছে। তিনটি জেলায় জারি হয়েছে হলুদ সর্তকতা। তিরুবনন্তপুরম, পাথানামথিত্তা, কোটটায়াম, ত্রিচুর, পালাক্কাড, মালাপ্পুরাম, কোঝিকোড, ওয়েনাড প্রভৃতি জায়গায় কমলা সর্তকতা জারি করা হয়েছে। উল্লেখ্য ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার এর বেশি বৃষ্টির পূর্বাভাসকে লাল সতর্কতা বলা হয়। ৬ থেকে ২০ সেন্টিমিটার এর মধ্যে বৃষ্টি হলে কমলা সর্তকতা বলা হয়। বৃষ্টিপাতের পরিমাণ ৬-১১ সেন্টিমিটারের মধ্যে থাকলে হলুদ সর্তকতা জারি করা হয়।

অন্যদিকে বৃষ্টি শুরু হয়েছে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং দিল্লি ও তার সংলগ্ন এলাকায়। আজ উত্তরপ্রদেশের পূর্ব এবং পশ্চিমাংশের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related Articles

Back to top button
error: