HighlightNewsরাজ্য

তীব্র গরমের মধ্যে রোজা রেখেই লাউহাটিতে বস্ত্র বিতরণ ও স্বাস্থ্য শিবির ‘মানবতার’

আব্দুস সালাম, টিডিএন বাংলা: তীব্র গরমের মধ্যে যখন মানুষ হাঁসফাঁস করছে তখন রোজা রেখেই উত্তর ২৪ পরগনার লাউহাটিতে একটি বস্ত্র বিতরণ ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করল সমাজসেবামূলক সংস্থা ‘মানবতা’। মূলত ঈদের আগে দু:স্থ অসহায় পরিবারের শিশুদের মুখে হাসি ফোটাতে নতুন পোশাক উপহার হিসাবে তুলে দেওয়ার জন্যই এই অনুষ্টানের আয়োজন করে ‘মানবতা’। পাশাপাশি তীব্র গরমের কারণে সাধারণ মানুষ নানান রোগে ভুগছেন তাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয় এদিন। লাউহাটির জিনিয়াস কোচিং সেন্টারে অনুষ্টিত এদিনের এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা। এছাড়াও উপস্থিত ছিলেন নার্স তুলাইন পারভীন, ডাক্তার জাফরিয়াব পিয়াদা, ডাক্তার বাপন লস্কর এম.বি.বি.এস পাঠরত আসিফ ইজাজ ও অন্যান্যরা।

এ দিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটির বিশেষভাবে পৃষ্ঠপোষকতা করেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর বাসুদেব উকিল। তিনি মানবতার কার্যকলাপে মুগ্ধ হন, সুযোগ হলে মানবতার কার্যক্রমের সঙ্গে আগামীতেও শরীক হওয়ার কথা জানান। অনুষ্ঠান সম্পর্কে মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলি পিয়াদা জানান, ‘দক্ষিণ ২৪ পরগনা থেকে যাত্রা শুরু করা ‘মানবতা’ বাংলার প্রতিটা জেলায় সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, “এই গরমে দাবদাহ উপেক্ষা করে রমজানে রোজা অবস্থাতেও যে সকল যুবক-যুবতী, ডাক্তার বাবুরা সমাজসেবার কথা মাথায় রেখে পরিষেবা দিলেন তাদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আগামীতে যদি যুবসমাজ এভাবে এগিয়ে আসে, সমাজের জন্য অনেক বৃহত্তম পদক্ষেপ গ্রহণ করা সম্ভব।”

Related Articles

Back to top button
error: