HighlightNewsরাজ্য

প্রাথমিক টেট মামলায় প্রার্থীদের ৬ নম্বর বৃদ্ধি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ

টিডিএন বাংলা ডেস্ক: প্রাথমিক টেট মামলায় চাকরি প্রার্থীদের ৬ নম্বর বৃদ্ধি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পূর্বের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। ২০১৪ সালের টেট পরীক্ষায় ৬ টি প্রশ্ন ভুল হওয়ার কারণে ২০১৪ সালের সব টেট প্রার্থীকে ৬ নম্বর করে বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়ে ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, ২০১৪ সালে টেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় ২০ লক্ষ প্রার্থী। পাশ করেছিলেন এক লক্ষ ২৫ হাজার জন। এত জনের ৬ নম্বর বাড়িয়ে দেওয়া কঠিন বলে জানায় পর্ষদ। কিন্তু কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখলেন। ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পর্ষদের নতুন বক্তব্য থাকলে তা সিঙ্গল বেঞ্চেই জানাতে পারবে।

Related Articles

Back to top button
error: