HighlightNewsআন্তর্জাতিক

ইউক্রেন থেকে দেশে ফিরে সব সমস্যার জন্য ভারত সরকারকেই দুষলেন দিব্যাংশু

টিডিএন বাংলা ডেস্কঃ ইউক্রেন থেকে দেশে ফিরে এসেই সেখানে ভারতীয় শিক্ষার্থীদের সব সমস্যার জন্য ভারত সরকারকেই দুষলেন বিহারের বাসিন্দা দিব্যাংশু। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে যারা দিল্লিতে ফিরে আসছেন তাদের অভ্যর্থনা জানাতে তাদের হাতে ভারত সরকার তুলে দিয়েছে একটি করে গোলাপ ফুল। কিন্তু বিহারের মোতিহারির পড়ুয়া দিব্যাংশু এই গোলাপ ফুলের অভ্যর্থনা নিতে অস্বীকার করেছেন।

তাঁর স্পষ্ট প্রশ্ন ‘এটা দিয়ে কী করব?’ ইউক্রেন বিষয়ে ভারত সরকারের নীতির কড়া সমালোচনা করেছেন তিনি। তাঁর মতে ইউক্রেন ফেরত ছাত্রছাত্রীদের এখন এই ফুল দেওয়ার অর্থহীন। কারণ সরকার সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারেনি বা করেনি। তিনি আরও জানান, হাঙ্গেরি পৌঁছনোর পর ভারতীয় দূতাবাসের সাহায্য পান তাঁরা। তার আগে কোনো রকম সাহায্য তারা পাননি। তাঁর কথায়, ‘ইউক্রেন থেকে বেরোনোর জন্য যা করার আমাদের নিজেদেরকেই করতে হয়েছিল। আমরা দশ জন মিলে একটা ট্রেনে উঠেছিলাম। ট্রেনটা একেবারে কানায় কানায় ভর্তি ছিল।’

ইউক্রেনে ট্রেন ধরতে গিয়ে অসুবিধার মুখে পড়তে হয়েছিল কিনা জানতে চাওয়া হলে দিব্যাংশু বলেন, সেখানকার সাধারণ মানুষ তাঁদের সাহায্যই করেছে। কেউ খারাপ ব্যবহার করেনি। একইসঙ্গে তিনি এটাও বলেন, ‘কেউ কেউ পোল্যান্ড বর্ডারে সমস্যায় পড়েছিলেন, তার জন্য দায়ী একমাত্র ভারত সরকার।’ যদি সরকার দেশের পড়ুয়াদের ঠিক সময়ে উদ্ধারের ব্যবস্থা করত তাহলে এত কিছু হত না বলেও দাবি করেছেন দিব্যাংশু। এরপরই সরকারকে সমালোচনা করে সংবাদমাধ্যমের সামনে হাতের গোলাপটি তুলে ধরে দিব্যাংশু বলেন, ‘এখন আমরা দেশে পৌঁছে গেছি। এখন এটা দেওয়া হচ্ছে। এর মানে কী? এটা দিয়ে আমরা কী করব? আমাদের ওখানে কিছু হয়ে গেলে আমাদের বাড়ির লোক গোলাপ দিয়ে কী করত?’

Related Articles

Back to top button
error: