HighlightNewsদেশ

ডিএমকে নেতার ‘স্বাধীন রাষ্ট্র’ ও বিজেপি নেতার ‘রাজ্য ভাগ’ মন্তব্যে উত্তাল তামিল ভূমী

টিডিএন বাংলা ডেস্ক: সম্প্রতি ডিএমকে নেতা এ রাজা হুঁশিয়ারি দিয়েছিলেন, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে প্রয়োজনে তারা স্বাধীনতা ঘোষনা করবেন। জবাবে বিজেপির বিধানসভার নেতা নাইনার নগেন্দ্রন তামিলনাড়ুকে ভেঙে দু’টুকরো করে করে দেওয়ার হুমকি দিয়ে ছিলেন। এই স্বাধীন রাষ্ট্র ও রাজ্য ভাগ মন্তব্যে বর্তমানে উত্তাল তামিল ভূমী। দীর্ঘদিন থেকেই রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্বের কারণে উত্তপ্ত তামিলনাড়ু। রাজ্য বিধানসভায় পাশ হওয়া প্রায় এক ডজন বিল রাজভবনে আটকে রেখেছেন রাজ্যপাল বিএন রবি। অন্যদিকে জবাবে রাজ্যপালকে অলিখিত ভাবে বয়কট করেছে রাজ্য সরকার। রাজ্যপাল বিএন রবির সঙ্গে মুখ্যমন্ত্রী স্টালিনের নজির বিহীন দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। রাজ্য প্রশাসনের সব কাজে রাজ্যপালের হস্তক্ষেপ বা কেন্দ্রের হস্তক্ষেপের বিরোধিতা করেই প্রয়োজনে স্বাধীনতা ঘোষনার হুমকি দিয়ে ছিলেন এ রাজা।

উল্লেখ্য যে, তামিলনাড়ু সহ দক্ষিণের একাধিক রাজ্য ব্রাহ্মণ্যবাদীদের আধিপত্যের বিরুদ্ধে দ্রাবিড় জনগোষ্ঠীর স্বাধীনতার কথা বলে আসছেন। যে পেরিয়ার পৃথক রাষ্ট্রের দাবি উত্থাপন করেছিলেন। এমকে স্টালিন গত বছর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই পেরিয়ারের জন্মদিন ১৭ সেপ্টেম্বরকে সামাজিক ন্যায় দিবস হিসাবে ঘোষণা করেন। পৃথক তামিল রাষ্ট্রের দাবিই কিন্তু এক সময় ডিএমকের প্রতিষ্ঠাতা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিএন আন্নদুরাইও কে রাজনীতিতে পরিচিত করিয়ে ছিল। মুখ্যমন্ত্রী স্টালিনের উপস্থিতেই এ রাজা ওই স্বাধীন রাষ্ট্রের হুমকি দিয়ে ছিলেন। কিন্তু তারপরেও এখনও পর্যন্ত শাসক দল ডিএমকে এ রাজার সেই মন্তব্যকে গ্রহণ বা বর্জন কোনওটাই করেনি। রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা এই ভাবে চলতে থাকলে রাজ্য-কেন্দ্র বিরোধ আরও চরম আকার ধারন করতে পারে।

Related Articles

Back to top button
error: