HighlightNewsদেশ

আধার কার্ডের ফটোকপি শেয়ার করবেন না, ব্যবহার করুন মাস্কড কপি, বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র

টিডিএন বাংলা ডেস্ক: আধার কার্ডের ফটোকপি শেয়ার করবেন না। বদলে ব্যবহার করুন মাস্কড কপি। রবিবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,”আপনার আধার কার্ডের ফটোকপি কোনো সংস্থার সাথে শেয়ার করবেন না, কারণ এটির অপব্যবহার হতে পারে। বিকল্প হিসেবে অনুগ্রহ করে মাস্কড আধার ব্যবহার করুন যা আপনার আধার নম্বরের শেষ চারটি সংখ্যা প্রদর্শন করে।”
কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জারি করা ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে,”লাইসেন্সবিহীন বেসরকারি সংস্থাগুলির আধার কার্ডের একটি অনুলিপি দাবি করার বা রাখার অধিকার নেই।” অর্থাৎ এবার থেকে হোটেল বা সিনেমাহলের মত প্রতিটি প্রতিষ্ঠান আধারের কপি চাইতে পারবে না। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শুধুমাত্র সেই সংস্থাগুলি যারা ভারতের অনন্য পরিচয় আধার কর্তৃপক্ষ থেকে লাইসেন্স পেয়েছে তারাই কোন ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠা করতে আধার ব্যবহার করতে পারে। একইসঙ্গে, কেন্দ্র সরকার নাগরিকদের আধার কার্ড শেয়ার করার আগে আধার কর্তৃপক্ষ থেকে বৈধ লাইসেন্স আছে কিনা তা যাচাই করতে বলেছে।
কেন্দ্র সরকারের ওই বিজ্ঞপ্তিতে সাধারণ মানুষকে আরও সাবধাণ করে বলা হয়েছে, জনসাধারণ যেন তাদের আধার কার্ড ডাউনলোড করতে ইন্টার্নেট ক্যাফেতে পাবলিক কম্পিউটার ব্যবহার না করে। বিজ্ঞপ্তিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, “যদি আপনি ডাউনলোড করেন তবে দয়া করে নিশ্চিত করুন যে আপনি সেই কম্পিউটার থেকে এই আধারের ডাউনলোড করা সমস্ত কপি স্থায়ীভাবে মুছে ফেলেছেন।”
কেন্দ্র সরকারের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাবধানতা অবলম্বন করার জন্য আধার কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট থেকে মাস্কড আধার ডাউনলোড করতে পারবেন জনসাধারণ। আধার কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটটি হল https://myaadhaar.uidai.gov.in/। এই ওয়েবসাইটে গিয়ে কোন ব্যক্তি তাঁর ১২ সংখ্যার আধার কার্ড নম্বর লিখে তারপর “আপনি কি মুখোশ যুক্ত আধার” বিকল্পটি নির্বাচন করলে মাস্কড কপি ডাউনলোড করতে পারবেন। এই ডাউনলোডেড কপিতে শুধুমাত্র আধারের শেষ চারটি সংখ্যা দেখা যাবে।

Related Articles

Back to top button
error: