HighlightNewsআন্তর্জাতিক
জো বিডেন এবং কমলা হ্যারিসের শপথগ্রহণ অনুষ্ঠানে যাবেন না ডোনাল্ড ট্রাম্প
টিডিএন বাংলা ডেস্ক: জো বিডেন এবং কমলা হারিসের শপথগ্রহণ অনুষ্ঠানে যাবেন না ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন। উল্লেখ্য ডেমোক্রেটিক পার্টির ৭৮ বর্ষীয় জো বিডেন ২০ জানুয়ারি আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ নেবেন এবং উপরাষ্ট্রপতি পদে শপথ নেবেন ভারতীয় বংশোদ্ভূত ৫৬ বর্ষীয়া কমলা হ্যারিস। ২০ জানুয়ারির এই শপথ গ্রহণ অনুষ্ঠানে নিজের অনুপস্থিতির কথা জানিয়ে একটি টুইট করে বিদায় রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প লিখেছেন,”যারা জিজ্ঞাসা করছেন তাদেরকে বলে দিই, আমি ২০ জানুয়ারি শপথগ্রহণ অনুষ্ঠানে যাব না।”
To all of those who have asked, I will not be going to the Inauguration on January 20th.
— Donald J. Trump (@realDonaldTrump) January 8, 2021