টিডিএন বাংলা ডেস্ক : বিশ্ব ক্ষুধা সূচকে নেমে গিয়েছে ভারত। তুলনামূলক ভালো অবস্থায় রয়েছে পাকিস্তান, বাংলাদেশ এমনকি নেপালও। রিপোর্ট প্রকাশ্যে আসতেই তাকে অবৈজ্ঞানিক বলে আখ্যা দিয়েছিল কেন্দ্র। এবার ভারতের এই বেহাল অবস্থার জন্য করোনাকে কাঠগড়ায় তুলল অক্সফাম ইন্ডিয়া। রাষ্ট্রসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে তারা।
দেশের নারী ও শিশু কল্যাণমন্ত্রক সম্প্রতি দাবি করে, উপযুক্ত সমীক্ষা করা হয়নি। তার আগেই তালিকা প্রকাশ করা হয়েছে। এবার অক্সফাম ইন্ডিয়ার বক্তব্য, করোনা আবহে সারা দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে। মাথাচাড়া দিয়েছে অপুষ্টিজনিত সমস্যা। যার ফলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধির হার ব্যাহত হয়েছে। এই সময়ে সাধারণ মানুষ বহু সমস্যায় পড়েছিলেন। বেড়েছে মৃত্যুর হার। স্বাভাবিকভাবেই বিশ্ব ক্ষুধা সূচকে পিছিয়ে পড়েছে ভারত। এমনই দাবি করেছে অক্সফাম ইন্ডিয়া।
বিশ্ব ক্ষুধা সূচকে গত বছর ভারতের স্থান ছিল ৯৪। এবার তা নেমে হয়েছে ১০১। এই ইস্যুকে সামনে রেখে সুর চড়িয়েছে বিরোধীরা। দেশের এই অবস্থার জন্য কেন্দ্রকেই দায়ী করেছে তারা। অক্সফাম ইন্ডিয়ার সিইও অমিতাভ বেহার জানিয়েছেন, ভারতের অপুষ্টির সমস্যা নতুন নয়। সরকারের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট প্রকাশিত হয়েছিল ২০১৫ থেকে ২০১৯ এর, তাতে এমনটাই প্রতিফলিত হয়েছে। এবারের কেন্দ্রীয় বাজেটে তাই এই খাতে অনেক বেশি টাকা বরাদ্দ করা রয়েছে।