HighlightNewsদেশ

“মানুষকে বিভ্রান্ত করবেন না” বাবা রামদেবকে ভর্ৎসনা করল দিল্লি হাইকোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: বুধবার যোগগুরু বাবা রামদেবকে তিরস্কার করল দিল্লি হাইকোর্ট। আদালত জানিয়েছে, জনগণকে বিভ্রান্ত করবেন না। অফিসিয়াল তথ্য ছাড়া আর কিছু বলবেন না। উল্লেখ্য, কোভিড ভ্যাকসিন দেওয়ার পরেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনাকে রামদেব চিকিৎসা বিজ্ঞানের ব্যর্থতা বলেন।

সম্প্রতি, অ্যালোপ্যাথির বিরুদ্ধে রামদেবের বক্তব্যের জন্য বিভিন্ন চিকিৎসক সমিতি একটি মামলা করে। ওই মামলার শুনানির পর বিচারপতি অনুপ জয়রাম ভম্বানি বলেন, আয়ুর্বেদ একটি স্বীকৃত, প্রাচীন চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের ভালো নামের ক্ষতি করবেন না। রামদেব তার বিবৃতিতে আন্তর্জাতিক নেতাদের নাম দিয়েছেন, ওই নেতাদের সঙ্গে তাদের দেশের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। এ ধরনের বক্তব্য বিদেশি দেশগুলোর সঙ্গে আমাদের সুসম্পর্ককে প্রভাবিত করবে।

আদালত আরো জানায়, আমি ভ্যাকসিন নিতে চাই না বলা এক কথা, কিন্তু এটা সম্পূর্ণ অন্য কথা যে ভ্যাকসিন ভুলে যাও, এটা অকেজো, কিন্তু এটা নিয়ে নাও, আমি কী ফর্মুলেশনের প্রচার করছি। রামদেবের অনুগামী, শিষ্য এবং যারা তাকে বিশ্বাস করেন তারা তার উপদেশ গ্রহণ করুন বা না করুন, তবে তাদের সরকারী তথ্য দিন, এর চেয়ে বেশি কিছু বলে বিভ্রান্ত করবেন না।

এদিন রামদেবের আইনজীবী আদালতে জানান, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বাবা রামদেবকে হেয় করার জন্য এই মামলাকে কংগ্রেস বনাম বিজেপি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আদালত বলে, আদালতে রাজনীতির কোনো স্থান নেই। বরিষ্ঠ আইনজীবী অখিল সিবাল করোনভাইরাস মহামারী চলাকালীন অ্যালোপ্যাথির বিরুদ্ধে রামদেব বাবার বিভিন্ন বিবৃতির কথা উল্লেখ করলে আদালত জানিয়েছে, আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি হবে।

Related Articles

Back to top button
error: