শত্রুতা ভুলে করোনা আবহে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা ইমরানের

টিডিএন বাংলা ডেস্ক : গোটা বিশ্বে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। সেই সাথে গোটা দেশের গত তিন দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা তিন লাখের ওপর। হাসপাতালগুলোতে অক্সিজেন ফুরিয়ে যেকোনো সময় বিপর্যয়ের আশঙ্কা। এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একটি টুইট বার্তায় লিখেছেন, ‘ভারতে কোভিড-১৯ সেকেন্ড ওয়েভের বিরুদ্ধে বিপজ্জনক তরঙ্গের বিরুদ্ধে লড়াই চালানো ভারতের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি। প্রতিবেশী দেশে ও বিশ্বে যেখানে যাঁরা এই অতিমারীতে আক্রান্ত, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। মানবসভ্যতার খাতিরে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে এই সংকট মোকাবিলা করতে হবে।

উল্লেখ্য, দৈনিক করোনা সংক্রমণের দিক দিয়ে বিশ্বরেকর্ডের ধারা অব্যাহত রাখল ভারত। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক তিন লাখ ৪৬ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। যার জেরে স্রেফ ৩ দিনেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল প্রায় ১০ লক্ষ। এর আগে বিশ্বের কোন দেশ এমন পরিস্থিতির স্বীকার হতে দেখা যায়নি।