‘এমন অখাদ্য জিনিস রাখবেন না’, মমতার কবিতা লেখার ধরনকে কটাক্ষ বিচারপতির!

টিডিএন বাংলা ডেস্ক: নাম না করেই মুখ্যমন্ত্রীর লেখা কবিতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ফের বিতর্কে জড়িয়ে পড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।বুধবার সরকারের সরসরি সাহায্যপ্রাপ্ত গ্রন্থাগারের হাল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘কবিতার প্রথম লাইন এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং। এই যদি কবিতার বই হয়, কেউ পড়বে? আমার মনে হয় কেউ পড়বে না’। তিনি আরো বলেন, ‘এই অখাদ্য জিনিসগুলো গ্রন্থাগারে রাখবেন না, এটা আজ বলার সময় এসেছে।’
খিদিরপুরে মাইকেল মধুসূদন লাইব্রেরির অনুষ্ঠানে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘অখাদ্য বই সরবরাহ হয় সরকারি গ্রন্থাগারে, পড়তে চাইবে কোন মনুষ্য সন্তান? এই বই কিনলে, তবেই সাহায্য পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। এই ধরনের বই সরবরাহ হলে, উইপোকা ছাড়া কারও সুবিধে হবে না’।