টিডিএন বাংলা ডেস্ক : হিজাব বিতর্কে কড়া সুপ্রিমকোর্ট। দেশজুড়ে যেন কোনওভাবেই এই বিতর্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা না চলে। আদালত যখন মনে করবে, তখন এই মামলার শুনানি গ্রহণ করবে।
কর্ণাটক হাইকোর্টের অন্তর্বর্তী রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতে একটি স্পেশ্যাল লিভ পিটিশন দায়ের করেছেন সিনিয়র অ্যাডভোকেট দেবদত্ত কামাত। মামলাকারীর দ্রুত শুনানির আরজি খারিজ করে দেয় আদালত। তবে কর্ণাটক হাই কোর্টকে দ্রুত এই মামলার রায় দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিষয়টিকে ন্যাশনাল ইস্যু করবেন না’, মামলাকারীকে অনুরোধ প্রধান বিচারপতি এন ভি রামানার।
মামলার মীমাংসা না হওয়া পর্যন্ত কোনও ধর্মীয় পরিধান ব্যবহার করা যাবে না। হিজাব বনাম গেরুয়া উত্তরীয় বিতর্কের মধ্যে বৃহস্পতিবার এই নির্দেশ দিল কর্ণাটক হাইকোর্ট। হিজাব পরে কলেজে ঢোকায় নিষেধাজ্ঞা আরোপ করেছিল কর্ণাটক সরকার। তারপর থেকেই অশান্ত বিজেপি শাসিত এই রাজ্যের শিক্ষাঙ্গন।