পজিটিভ হলে উদ্বিগ্ন হবেন না, পরামর্শ মমতার

টিডিএন বাংলা ডেস্ক : আক্রান্তের সংখ্যা বাড়লে উদ্বিগ্ন হবেন না। পরামর্শ মুখ্যমন্ত্রীর।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি। বলেন, রোগটা মারাত্মক কিছু নয়। কিন্তু দ্রুত ছড়াচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, জ্বর থাকছে মাত্র তিনদিন। কেন্দ্রের আইসোলেশনে সময় সাত দিন করেছে। মুখ্যমন্ত্রী বলেন, পরপর তিনদিন জ্বর না থাকলে হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন। পাশাপাশি কন্টেনমেন্ট জোন এবং মাইক্রোকন্টেনমেন্ট জোনের সংখ্যাও বেড়েছে। মাস্ক কাউকে জোর করে পরানো যায় না বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত রাজ্যে মোট ১০ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৭ জনকে টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে ১৮ এবং ১৮ উর্ধ্বে ৬ কোটি ৫৪ লক্ষ ৪ হাজার ১৩২ জন প্রথম ডোজ পেয়েছেন। ১৫-১৮ বছরের মোট ৪ লক্ষ ৫৬ হাজার ১৩৮ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪, ১৯, ০৩, ৭৩৭ জন। কোভিড হলে বাকি সদস্যদেরও বাইরে না বেরোতেও পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর ছোট ভাইয়ের বউ। বাইরে ঘুরে বেড়াচ্ছেন ছোট ভাই। এই ঘটনায় তিনি যে অত্যন্ত ক্ষুব্ধ, তা স্পষ্ট বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী।