দেশ

ডক্টর মুহাম্মাদ রাফাত পরলোকে

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, নিউ দিল্লি: জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক, খ্যাতিমান চিন্তাবিদ, জিন্দেগি-এ- নাও পত্রিকার প্রাক্তন সম্পাদক ডক্টর মুহাম্মদ রাফাত পরপারে পাড়ি দিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি রেখে গেলেন দুই পুত্র ও তিন কন্যা সন্তান। ৮ জানুয়ারী সন্ধ্যা ৯ টায় দিল্লীর আশশিফা হসপিটালে তাঁর মৃত্যু হয়।
ডক্টর রাফাত সাহেব শুধু একজন বিদগ্ধ পন্ডিত ছিলেননা তিনি ছিলেন একজন অমায়িক সরল সাদা মানুষ। তাঁর সাধারণ পোশাক আশাক ও হৃদয় কাড়া ব্যবহার মানুষকে দারুণভাবে আকৃষ্ট করত।
ডক্টর রাফাত সাহেব কয়েকমাস আগে অধ্যাপনা থেকে অবসর নেন।
তিনি জামাত এ ইসলামীর কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য ছিলেন। ছিলেন সেন্টারফর স্টাডি এন্ড রিসার্চ এর ডাইরেকটর । জামিয়া মিল্লিয়াতে তিনি এপ্লায়েড সাইন্স ও হিউমানিটি , ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যাপক ছিলেন।
তাঁর প্রয়াণে জামিয়া মিল্লিয়া সহ সারাদেশের গুণী মহলে শোকের ছায়া নেমে আসে।

Related Articles

Back to top button
error: