মদ্যপ চালক চালাচ্ছেন ট্রেন! অল্পের জন্য বেঁচে গেলেন যাত্রীরা, রামপুরহাটে আটক ২ রেল চালক

ছবি সংগৃহীত, প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: মদ্যপ অবস্থাতেই চালাচ্ছেন ট্রেন ২ জন চালক! অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ওই ট্রেনের যাত্রীরা। এই ঘোটনায় জড়িত ২ রেল চালককে আটক করা হল রামপুরহাট থেকে। বিষয়টি জানা জানি হতেই উৎকণ্ঠা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। এই ঘটনা আরও একবার প্রশ্ন তুলে দিল ট্রেনের যাত্রীদের জীবনের নিরাপত্তা নিয়ে। কিভাবে ২ জন মদ্যপ চালক ট্রেন চালাতে শুরু করে? কেন বিষয়টি নজর এড়িয়ে যায় রেলের? সেই প্রশ্নও উঠছে।

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট স্টেশনের কাছে। স্টেশনে পৌঁছানোর পূর্বেই সিগন্যাল ছাড়াই হঠাৎ ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় ট্রেনটি। পরে যাত্রীরা জানতে পারেন ২ রেল চালকই মদ্যপ অবস্থাতেই চালাচ্ছেন ট্রেন। ক্ষোভে ফেটে পরেন যাত্রীরা। ট্রেনটি ধীর গতিতে চলছিল বলেই অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন যাত্রীরা। নতুন চালক ছাড়া ট্রেনে উঠতে অস্বীকার করেন সমস্ত যাত্রীরা। অবশেষে প্রায় ৪০ মিনিট বাদে অন্য চালক এনে ট্রেনটিকে গন্তব্যে পাঠানো হয়। ঘটনার কথা স্বীকার করেছেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।