HighlightNewsদেশ

জম্মু-কাশ্মীরে ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে ভারতের সঙ্গে চুক্তি করেছে দুবাই

টিডিএন বাংলা ডেস্ক : দুবাই জম্মু ও কাশ্মীরে ইনফ্রাস্ট্রাকচার নির্মাণের জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছে, সরকার সোমবার এমনটাই জানিয়েছে। এই চুক্তি এমন সময়ে হচ্ছে যখন এই অঞ্চলে সহিংসতার পুনরুত্থান দেখা যাচ্ছে। চুক্তির মূল্যের কোন পরিসংখ্যান এখনো জানানো হয়নি। দুবাই কর্তৃক সমঝোতা স্মারক, সংযুক্ত আরব আমিরাতের অংশ হিসেবে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পর এই অঞ্চলে বিদেশী সরকারের প্রথম বিনিয়োগ চুক্তি। সরকার বলেছে চুক্তি মোতাবেক দুবাই কতৃক যেসব নির্মাণ পরিকাঠামো দেখা যাবে কাশ্মীরে যার মধ্যে রয়েছে শিল্প পার্ক, আইটি টাওয়ার, বহুমুখী টাওয়ার, লজিস্টিক সেন্টার, একটি মেডিকেল কলেজ এবং একটি বিশেষ হাসপাতাল। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এক বিবৃতিতে বলেন, “জম্মু ও কাশ্মীর যে গতিতে অগ্রসর হচ্ছে তা বিশ্ব চিনতে শুরু করেছে।” বিবৃতিতে বলা হয়েছে, দুবাই থেকে বিভিন্ন সংস্থা কাশ্মীরে বিনিয়োগে গভীর আগ্রহ দেখিয়েছে। কিন্তু ইতিমধ্যেই ঘটে চলা সহিংসতা ও বিভিন্ন পক্ষ মাথা চারা দিয়ে উঠছে যা সরকারকে কে যথেষ্ট মোকাবিলায় ফেলছে। ৩৭০ ধারা প্রত্যাহার করার পর স্বাভাবিক অবস্থা ফিরতে না ফিরতেই আবার অশান্ত হয়ে উঠছে কাশ্মীর।

Related Articles

Back to top button
error: