HighlightNewsদেশ

২ স্কুল ছাত্রের নির্মম হত্যাকান্ডের জেরে আবারও উত্তেজনা ছড়াল মণিপুরে

টিডিএন বাংলা ডেস্ক: ২ জন স্কুল ছাত্রকে নির্মম ভাবে হত্যা করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আবারও ব্যাপক উত্তেজনা ছড়াল সাম্প্রদায়ীক সংঘাতে বিধ্বস্ত মণিপুরে। ওই ২ পড়ুয়া মেইতী সম্প্রদায়ের হওয়ায় আবারও মেইতী ও কুকিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা গিয়েছে, গত জুলাই মাস থেকে ওই দুই পড়ুয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার পরিবারের তরফে থানায় নিখোঁজ ডাইরিও করা হয়েছে। এরপর কেটে গিয়েছে অনেক দিন। তারপর হঠাৎ করে নতুন এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। যে ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে অস্ত্রধারী দুই আততায়ী নির্মমভাবে গুলি করে হত্যা করছে ওই ২ পড়ুয়াকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসে একটি দোকানে তাদের শেষবার দেখা গিয়েছিল। সিসিটিভিতে সেই ছবি ধরা পড়েছে। এরপর সেই ছাত্রদের আর খোঁজ পাওয়া যায়নি। কারা তাদের অপহরণ করেছে, খুনের সঙ্গে কারা জড়িত তাদের খোঁজ চলছে।

Related Articles

Back to top button
error: