HighlightNewsরাজ্য

পুরভোটের কারণে বইমেলা ৩১ জানুয়ারির বদলে হচ্ছে ২৮ ফেব্রুয়ারি

টিডিএন বাংলা ডেস্ক : এমনিতেই করোনা সংক্রমণ বাড়ছে, তার উপরে বিধাননগরের পৌরসভা ভোট। সব মিলিয়ে প্রায় এক মাস পিছিয়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ৩১ জানুয়ারি থেকেই সল্ট লেকের সেন্ট্রাল পার্কে শুরু হওয়ার কথা ছিল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। কিন্তু এখন সেই দিনক্ষণ পাল্টে আগামী ২৮ ফেব্রুয়ারি করা হল। কলকাতা বইমেলার আয়োজক সংস্থা ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’ এর পক্ষ থেকে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের একটি সূত্র জানিয়েছে, যেহেতু সেখানে সেই সময় পৌরসভা ভোট চলবে সেহেতু এই পরিস্থিতিতে সেখানে বইমেলার আয়োজন হলে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠার আশঙ্কা ছিল। এর ফলে বইমেলার আয়োজনে ও কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করেন গিল্ড কর্তৃপক্ষ।

উল্লেখ্য যে, কোভিড অতিমারির কারণে ২০২১ সালে বইমেলা আয়োজন করা সম্ভব হয়নি।

Related Articles

Back to top button
error: