HighlightNewsআন্তর্জাতিক

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৬, ক্ষতিগ্রস্ত ৭০০ বাড়িঘর

টিডিএন বাংলা ডেস্ক : দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্য সংকট, মুদ্রাস্ফীতি প্রভৃতিতে আফগানিস্তান যখন বিপর্যস্ত তখনই এলো প্রকৃতির আঘাত। দেশটির পশ্চিমাঞ্চলীয় বাদগিস প্রদেশে শক্তিশালী ভূমিকম্প ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছে। এছাড়া এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭০০ বাড়িঘর।

অন্যদিকে জানা গিয়েছে, প্রথম ভূমিকম্পের পরপরই একই একই প্রদেশের অপর একটি এলাকায় ৪.৯ মাত্রার দ্বিতীয় কম্পন আঘাত হানে। একই প্রদেশের মুকর জেলার ভূমিকম্পতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও সেই ঘটনায় কতজন আহত বা নিহত হয়েছে সেই পরিসংখ্যান পাওয়া যায়নি।

আফগানিস্তানের বর্তমান সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘সোমবার বাদগিস প্রদেশের কাদিসে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ সময় কয়েকটি বাড়ির ছাদ ধসে হতাহতের ঘটনা ঘটে। প্রদেশিক মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি জানান, নিহত ২৬ জনের মধ্যে চারটি শিশু এবং ৫ জন নারী রয়েছেন। আহত হয়েছেন অনেক মানুষ।’

এ প্রসঙ্গে অপর এক কর্মকর্তা বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, ‘পুরো প্রদেশেই ভূকম্পন অনুভূত হয়েছে। ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান ভূতাত্ত্বিক জরিপকেন্দ্রের হিসাব অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ৩০ কিলোমিটার গভীরে।’ তিনি আরও বলেন, ‘ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। তার মধ্যে প্রথম উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি আরো বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাদগিস হলো তুর্কমেনিস্তান সীমান্ত সংলগ্ন একটি পাহাড়ি এলাকা। আফগানিস্তানের সবচেয়ে বঞ্চিত ও অনুন্নত অঞ্চল এটি।’

Related Articles

Back to top button
error: