“মাছ কম খান”! নিদান ত্রিপুরার মৎস্যমন্ত্রীর

টিডিএন বাংলা ডেস্ক : চাহিদা আছে, জোগান নেই। আকাশছোঁয়া মাছের দাম। এর পাশাপাশি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর, চার বছর পার। অথচ রাজ্যকে মাছ চাষের স্বয়ংসম্পূর্ণ করতে ব্যর্থ। এর জবাবে ত্রিপুরার মৎস্যমন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, “মাছ কম খান।”

মন্ত্রীর এই নিদানে ত্রিপুরার মানুষ গভীর ভাবনায়। কারণ তারা বুঝতে পারছেন না এই নিদানে তারা হাসবেন, নাকি কাঁদবেন। সরকারের ব্যর্থতা ঢাকতে শেষমেষ পুষ্টির সঙ্গে আপস করতে হবে? সেই প্রশ্ন উঠেছে ত্রিপুরায়। বাঙালি তো বটেই, অনেকেরই অন্যতম খাদ্য হলো মাছ-ভাত। সেই মাছ উৎপাদনের ক্ষেত্রে রাজ্যের শোচনীয় অবস্থা। বিরোধীদের বক্তব্য, সুপরিকল্পিতভাবে মাছের জোগান কমিয়ে, বিজেপি নিজেদের রাজনৈতিক এজেন্ডা পূরণ করছে। দিল্লিসহ উত্তর ভারতের রাজনৈতিক প্রভুদের খুশি করতে ত্রিপুরার মানুষদের খাদ্যাভ্যাসকে বদলাতে চাইছে। এইভাবে গোটা রাজ্যকে নিরামিষাশী বানানোর চক্রান্ত করছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা।

মৎস্যমন্ত্রী ঠিক কী বলেন? জমাতিয়া বলেন, মাছ কম খান। বিশ্বস্বাস্থ্য সংস্থার একটি গাইডলাইন উল্লেখ করে তিনি আরও বলেন, এই রাজ্যে একজন মানুষ বছরের ২৫ কেজি মাছ খান। এটা অত্যন্ত উদ্বেগজনক। একজন মানুষের ১১ কেজির বেশি মাছ খাওয়া উচিত নয়।” মন্ত্রীর এই বক্তব্য শোনার পরে রে রে ঝাঁপিয়ে পড়ে বিরোধীরা।