HighlightNewsদেশ

দেশজুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন দপ্তরে তল্লাশি চালালো ইডি

টিডিএন বাংলা ডেস্ক: বৃহস্পতিবার সারা দেশ জুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন দপ্তরে এবং পিএফআইএর চেয়ারম্যান ও এম আব্দুল সালামের দপ্তরে হানা দিল ইডি। সূত্রের খবর অনুযায়ী, ইডিয়েট চলমান আর্থিক ঘোটালা সংক্রান্ত তদন্তের সূত্রে পিএফআইএর জাতীয় সচিব নাসারুদ্দিন এলারাম সহ অন্যান্য আধিকারিকদের দিল্লির সহ অন্যান্য বেশ কয়েকটি রাজ্যের দু জনেরও বেশি দপ্তরে তল্লাশি চালায় ইডি।

কোচি, মালাপ্পুরাম, তিরুবনান্তপুরাম শহরের ছটি জায়গায়, তেনকাসি, মাদুরাই এবং চেন্নাই সহ তামিলনাড়ুর পাঁচটি জায়গায়, পশ্চিমবঙ্গের কলকাতা এবং মুর্শিদাবাদে, কর্নাটকের ব্যাঙ্গালুরুতে, দিল্লির শাহীনবাগে, উত্তরপ্রদেশের লখনৌ এবং বারাবানকিতে, বিহারের দ্বারভাঙ্গা এবং পূর্ণিয়ায়, মহারাষ্ট্রের অরঙ্গাবাদে এবং রাজস্থানের জয়পুরে।প্রসঙ্গত,সারা দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভের জন্য তহবিল গঠনের অভিযোগে পিএফআই-এর বিরুদ্ধে আগে থেকেই তদন্ত চালাচ্ছে ইডি।

 

 

 

 

Related Articles

Back to top button
error: