রাজ্য

ইডি বাজেয়াপ্ত করল পপুলার ফ্রন্টের ৩৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রায় ৭০ লক্ষ টাকা

টিডিএন বাংলা ডেস্ক: বেআইনি ভাবে চলছে আর্থিক লেনদেন এই অভিযোগে রাজনৈতিক দল ‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া’ (পিএফআই)-এর ৩৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রায় ৭০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইতিপূর্বে দিল্লি পুলিশের রিপোর্টে দিল্লি হিংসাতেও উস্কানি দেওয়ার অভিযোগ করা হয়ে ছিল ‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া’র বিরুদ্ধে। মূলত ২০২০ সালের প্রথম দিকে দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে আন্দোলন শুরু হলে সামনে এসেছিল পিএফআই-এর নাম। সেই সময় সিএএ-এর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তাদের বিরুদ্ধে হিংসাত্মক হয়ে ওঠার অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও পপুলার ফ্রন্ট তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছে। বরাবরই তারা দাবি করে আসছে যে তারা সম্পুর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতেই আন্দোলন করছেন।

জানা গিয়েছে, বুধবার ইডি যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে তার মধ্যে পিএফআই-এর ২৩টি অ্যাকাউন্ট আছে। সেই সব অ্যাকাউন্টের টাকা মেলালে প্রায় ৬০ লক্ষ টাকা হবে। এছাড়া তার সহযোগী সংগঠন রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশনের ১০টি অ্যাকাউন্টও আছে। সেগুলিতে প্রায় সাড়ে ন’লক্ষ টাকা রয়েছে। প্রসঙ্গত, মুসলমানদের আর্থ-সামাজিক উন্নতির লক্ষ্যে ২০০৬ সালে ওই সংগঠনটি গড়া হয়েছিল।

Related Articles

Back to top button
error: