নীরব মোদীর ২৫৩ কোটি টাকার সম্পদ সংযুক্ত করেছে ইডি

টিডিএন বাংলা ডেস্ক: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শুক্রবার আর্থিক তছরুপের পাচারের মামলায় তদন্তের অংশ হিসাবে পলাতক হীরে ব্যবসায়ী নীরভ মোদীর ২৫৩কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ সংযুক্ত করেছে। এর মধ্যে রয়েছে গয়না এবং ব্যাঙ্কে জমা করা টাকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বলা হয়েছে, সংযুক্ত করা সম্পত্তি হংকং-এ রয়েছে। নীরব মোদি বর্তমানে যুক্তরাজ্যের জেলে বন্দী রয়েছে। জালিয়াতি মামলায় মোদির বিরুদ্ধে তদন্ত করছে সিবিআইও।