HighlightNewsদেশ

৬ ঘণ্টা ধরে সিসোদিয়াকে জেরা করল ইডি

টিডিএন বাংলা ডেস্ক: ১০ মার্চ দুপুর ২ টায় সিসোদিয়ার জামিনের আবেদনের উপর রায় ঘোষণা করবে আদালত। তার আগে, এদিন দিল্লি মদ নীতি মামলায় গ্রেফতার মণীশ সিসোদিয়াকে সিবিআইয়ের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তিহার জেলে ৬ ঘণ্টা ধরে জেরা করে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তিহার জেলে পৌঁছয় ইডি। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার প্রতিবেদন অনুসারে, পরে ইডি-র একটি দল এই মামলায় গ্রেপ্তার হওয়া অন্য দুই অভিযুক্তের সাথে তিহারে পৌঁছয়।

ওই প্রতিবেদন অনুযায়ী, ইডি জানিয়েছে, নতুন মদের নীতি তৈরিতে দক্ষিণ দিল্লির ব্যবসায়ীদের কাছ থেকে ১০০ কোটি টাকা ঘুষ নেওয়া হয়েছে। এই ঘটনায় সোমবার সন্ধ্যায় হায়দরাবাদ-ভিত্তিক ব্যবসায়ী অরুণ রামচন্দ্র পিল্লাই এবং আমনদীপ ধলকে গ্রেপ্তার করেছে ইডি। সংস্থার দাবি, এই মামলায় সিসোদিয়ার নামও উঠে আসে। এর আগে, সোমবার সন্ধ্যায়, ইডি দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীকে জেরা করার জন্য রাউজ অ্যাভিনিউ আদালতের অনুমতি চেয়েছিল।

Related Articles

Back to top button
error: