HighlightNewsরাজ্য

সাতসকালে পার্থের বাড়ি সহ ১৩ জায়গায় ইডির অভিযান, এসএসসি দুর্নীতি নাকি অন্য কিছু, চলছে জল্পনা

টিডিএন বাংলা ডেস্ক: শুক্রবার সাতসকালে রাজ্যের শাসকদল তৃণমূলের প্রথম সারির নেতা তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি সহ রাজ্যের ১৩ জায়গায় অভিযান চালাল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এদিন সকাল সকাল পার্থর নাকতলার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হাজির হয় ইডির প্রায় সাত-আট জন আধিকারিক। এছাড়া রাজ্যের আরও ১২টি জায়গায় অভিযান চালিয়েছে ইডি। সূত্রের খবর, পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন‌হা ও রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও ইডি হানা দিয়েছে। এই অভিযানে তৃণমূল নেতার বাড়ির রক্ষীদের ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশ।

কিন্তু ঠিক কোন মামলার তদন্তের জন্য এই ব্যাপক তল্লাশি অভিযান তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে এসএসসি দুর্নীতি মামলার আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য তল্লাশির জন্যই অভিযান। যদি তাই হয় তাহলে এটিই হবে এসএসসি মামলায় পার্থর বাড়িতে প্রথম ইডি অভিযান। এর আগে পার্থকে শুধু জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দিয়ে ছিল সিবিআই।

Related Articles

Back to top button
error: