জেলবন্দি নবাব মালিকের মুম্বই এবং ওসমানাবাদের কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

টিডিএন বাংলা ডেস্ক: আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত জেলবন্দি মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ইডি। নবাব মালিকের মুম্বই এবং ওসমানাবাদের চারটি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। জানা গিয়েছে, বুধবার বাজেয়াপ্ত করা ওই সম্পত্তির বাজার মূল্য কয়েক কোটি টাকা হতে পারে।
অন্যদিকে, ৬২ বছর বয়সী নবাব মালিক বুধবার তাঁর গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। নবাব মালিকের আইনজীবী কপিল সিবল পিএমএলএ আইনের উল্লেখ করে পুরো বিষয়টির দ্রুত শুনানির দাবি জানিয়েছেন। এদিন কপিল সিবল আদালতে জানান, পিএমএলএ আইন ২০০৫ সালে কার্যকর করা হয়েছিল। যে লেনদেনের জন্য এই আইনের অধীনে ইডি কাজ করছে সেগুলি ২০০০ সাল বা তার আগের। প্রধান বিচারপতি এবিষয়ে দ্রুত শুনানির আশ্বাস দিয়েছেন। তবে শুনানির আগে নেওয়া ইডির এই পদক্ষেপকে এই মামলার সঙ্গে যুক্ত করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, দাউদ ইব্রাহিম এবং তার সহযোগীদের সঙ্গে জড়িত একটি আর্থিক তছরুপ মামলায় ২৩ ফেব্রুয়ারি নবাব মালিককে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে ইডি অস্থায়ীভাবে নবাব মালিক এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই সম্পত্তিগুলির মধ্যে রয়েছে নবাব মালিকের পরিবার চালিত সংস্থা “সলিডার ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড” এবং “মালিক ইনফ্রাস্ট্রাকচার”-এর সম্পত্তি। আর্থিক তছরুপ আইনের অধীনে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মুম্বই এবং ওসমানাবাদে নবাব মালিকের যে চারটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তার মধ্যে রয়েছে কুরলার গোয়া কম্পাউন্ডে নির্মিত একটি বাড়ি, কুরলা পশ্চিমে বাণিজ্যিক ভবন, ওসমানাবাদে ১৪৮ একর জমি, কুরলা পশ্চিমে তিনটি ফ্ল্যাট এবং বান্দ্রা পশ্চিমে দুটি বাড়ি। ইডির এই পদক্ষেপের পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহল। মহারাষ্ট্রের ক্ষমতাসীন মহা বিকাশ আঘাদির অভিযোগ শুধুমাত্র চাপ সৃষ্টির জন্যই গ্রেফতার করা হয়েছে নবাব মালিককে।