HighlightNewsদেশ

সিসোদিয়ার সাত দিনের রিমান্ড চাইল ইডি

টিডিএন বাংলা ডেস্ক: শুক্রবার মণীশ সিসোদিয়াকে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে পেশ করা হলে
দিল্লি লিকার পলিসি মামলায় মণীশ সিসোদিয়ার আরও সাত দিনের রিমান্ড চেয়েছে ইডি। তদন্তকারী সংস্থা আদালতকে জানিয়েছে, লেফটেন্যান্ট গভর্নর বিষয়টি নিয়ে অভিযোগ করলে সিসোদিয়া তাঁর ফোন পরিবর্তন করেন। তবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার মোবাইল ডেটা উদ্ধার করেছে। এবার সংস্থা তাঁর ইমেল এবং মোবাইল ফোন থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করছে। এই বিষয়ে সিসোদিয়াকে আরও প্রশ্ন করতে হবে।

ইডির এই দাবির বিরোধিতা করছেন সিসোদিয়ার আইনজীবীরা। তাঁরা বলেন, ইডি সিসোদিয়ার বিরুদ্ধে কোনও অপরাধের কথা উল্লেখ করেনি। যেখানে সিবিআই যখন বিষয়টি নিয়ে তদন্ত করেছে, তখন ইডির তদন্তের কী প্রয়োজন? অন্যদিকে, আদালত সিসোদিয়ার রিমান্ডের বিষয়ে সিদ্ধান্ত সংরক্ষণ করেছে। শীঘ্রই এই মামলায় রায় দেবে আদালত।

Related Articles

Back to top button
error: