জমি কেলেঙ্কারির মামলায় সঞ্জয় রাউতকে তলব ইডির

টিডিএন বাংলা ডেস্ক: মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এবার জমি কেলেঙ্কারির মামলায় শিবসেনা মুখপাত্র ও সাংসদ সঞ্জয় রাউতকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। পাত্র চাউল জমি কেলেঙ্কারি মামলায় রাউতকে এই নোটিশ জারি করা হয়েছে। সঞ্জয় রাউতকে আগামীকালই হাজিরা দিতে বলা হয়েছে।

ইডির নোটিশ পাওয়ার পরে সঞ্জয় রাউত জানিয়ে দেন, তিনি মঙ্গলবার তদন্তকারী সংস্থার সামনে হাজির হতে পারব না কারণ তাঁকে আলিবাগে একটি মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে। ইডির সমনকে ‘ষড়যন্ত্র’ বলে অভিহিত করে ট্যুইটারে সঞ্জয় রাউত লিখেছেন, “এখন বুঝতে পারছি কেন ইডি আমাকে তলব করেছে। এটা ভালো। মহারাষ্ট্রে বড় ধরনের ঘটনাক্রম চলছে। আমরা বালাসাহেবের শিবসৈনিকরা সবাই বড় লড়াইয়ে যোগ দিয়েছি। এই ষড়যন্ত্র চলছে। আমার গলা কেটে গেলেও আমি গুয়াহাটির পথে যাব না। চলো। আমাকে গ্রেপ্তার করুন! জয় মহারাষ্ট্র!”