টিডিএন বাংলা ডেস্ক: গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্তের জল আরো কড়া করে বুনতে শুরু করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশে দিল্লির সদর দফতরে হাজিরা দিয়েছেন তৃণমূল নেতার হিসাবরক্ষক মণীশ কোঠারি। অনুব্রতকে হেফাজতে চাওয়ার সময় আদালতে ইডি জানায় যে, তারা অনুব্রত-কন্যা সুকন্যা, হিসাবরক্ষক মণীশ কোঠারি-সহ ১২ জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। সেই সূত্রেই আজ মণীশকে ও আগামীকাল সুকন্যাকে দিল্লিতে তলব করা হয়। এর আগে, গতবছরের নভেম্বরে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের খবর, অনুব্রত, তাঁর স্ত্রী, কন্যা, আত্মীয়, ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তি, একাধিক রাইস মিল, কোটি কোটি টাকার লেনদেন, সবকিছু নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024