HighlightNewsদেশ

রাহুল গান্ধীকে ফের নোটিশ দিল ইডি, করোনা নিয়েই পূর্ব নির্ধারিত দিনে হাজিরা দিতে হবে সোনিয়াকে

টিডিএন বাংলা ডেস্কঃ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও সাংসদ রাহুল গান্ধিকে ফের নোটিশ দিল ইডি। ২ জুন নয়, আর্থিক তছরুপের মামলায় ১৩ জুন ইডির দফতরে হাজিরা দিতে হবে রাহুলকে। এর আগে, ইডি যখন রাহুলকে নোটিশ পাঠায় সেসময় তিনি দেশের বাইরে ছিলেন। তাই হাজিরা দেওয়ার দিন পরিবর্তন করে এই নয়া নোটিশ পাঠানো হল রাহুলকে। সূত্রের খবর, শুক্রবার রাতেই রাহুল ভারতে ফিরবেন। ইডি রাহুল এবং সোনিয়া সহ একাধিক কংগ্রেস নেতাকে আর্থিক তছরুপের মামলায় (ধারা ৫০ আইনের অধীনে) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। রিপোর্ট অনুযায়ী, সোনিয়া গান্ধী করোনা পজিটিভ, তবে তাঁর হাজিরা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়নি। ৮ জুন সোনিয়াকে ইডির প্রধান কার্যালয়ে হাজিরা দিতে হবে। বর্তমানে নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন সোনিয়া গান্ধী।

প্রসঙ্গত, ২০১২ সালের ১ নভেম্বর দিল্লির আদালতে একটি মামলা দায়ের করেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। ওই মামলায় গান্ধী পরিবারের বিরুদ্ধে ৫৫ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ তুলেছিলেন স্বামী।এই মামলায় সোনিয়া-রাহুল ছাড়াও মতিলাল ভোরা, অস্কার ফার্নান্দেস, সুমন দুবে এবং স্যাম পিত্রোদার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ করা হয়েছে। ইডির প্রেরিত সমন অনুসারে , কংগ্রেস পত্রিকা ন্যাশনাল হেরাল্ডের আর্থিক কর্মকাণ্ডে কিছু অনিয়ম পাওয়া গেছে। যার কারণে কংগ্রেসের সঙ্গে যুক্ত কয়েকজনকে ইডি-র সামনে হাজির হতে হবে। এই মামলায়, ১২ এপ্রিল তদন্তের স্বার্থে ইডি কংগ্রেসের দুই বড় নেতা পবন বনসল এবং মল্লিকার্জুন খাড়গেকে অন্তর্ভুক্ত করেছিল।

Related Articles

Back to top button
error: