HighlightNewsরাজ্য

কলকাতায় কংগ্রেসের বিক্ষোভে পোড়ানো হল প্রধানমন্ত্রীর কুশপুতুল, গ্রেফতার কর্মী-সমর্থকেরা

টিডিএন বাংলা ডেস্ক: কলকাতায় কংগ্রেসের বিক্ষোভে পোড়ানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল। গতকাল বৃহস্পতিবার কংগ্রেসের মধ্য কলকাতা বিভাগের উদ্যোগে রাজভবন অভিযানের কর্মসূচি নেওয়া হয়। এদিন কংগ্রেসের কর্মী-সমর্থকেরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাজভবনের দিকে এগিয়ে যায়। সেই বিক্ষোভ মিছিল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারের বিরুদ্ধে শ্লোগান তোলা হয়। দেশ চালাতে ব্যর্থতার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিক্ষোভকারীরা। এই বিক্ষোভ মিছিল রাজভবনের সামনে পৌঁছাতেই পুলিশের বাঁধার মুখে পড়ে। বিক্ষোভ থামাতে কংগ্রেসের ৫৩ জন কর্মী-সমর্থককে গ্রেফতার করে পুলিশ।

মূলত বিতর্কিত শিল্পপতি গৌতম আদানির কাজকর্ম নিয়ে যৌথ সংসদীয় কমিটি গড়ার দাবিতে এই বিশেষ কর্মসূচি। পাশাপাশি এদিনের বিক্ষোভ থেকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর সমর্থনে শ্লোগান ওঠে। বিজেপি সরকারের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণেই রাহুল গান্ধীকে হেনস্থা করা ও তাঁর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন কংগ্রেসের নেতা-কর্মীরা।

Related Articles

Back to top button
error: