রাজ্য
২১ জুলাই ঈদ, ঘোষণা কলকাতার নাখোদা মসজিদ হেলাল কমিটির
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: ভারতীয় আকাশে রবিবার সন্ধ্যায় দেখা গেল জিলহজ মাসের চাঁদ। আর তাই ২১ জুলাই বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এমনটাই জানিয়েছেন কলকাতার নাখোদা মসজিদের হেলাল কমিটি। টিডিএন বাংলার কাছে পাঠানো এক বিবৃতিতে কমিটি জানিয়েছে,২১ জুলাই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
জিলহজ মাসের ১০ তারিখ ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা উদযাপন করেন। করোনা মহামারিতে বিধিনিষেধের মধ্যে এবার এ উৎসব উদযাপন করতে হতে পারে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০ জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে। হজ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।
উল্লেখ্য, ঈদুল ফিতরের পর ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাদের প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করেন।