HighlightNewsআন্তর্জাতিকধর্ম ও দর্শন

বিশ্বের বিভিন্ন দেশে সারম্বরে পালিত হচ্ছে মুসলিমদের পবিত্র উৎসব ঈদ-উল ফিতর

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : আজ বিশ্বের বিভিন্ন দেশে সারম্বরে পালিত হচ্ছে মুসলিমদের প্রধান পবিত্র ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর। মসজিদে মসজিদে ঈদ-উল ফিতরের জামাতে মুসল্লিদের ঢল চোখে পড়ার মতো।নামাজ শুরুর আগেই মুসল্লিদের আগমনে কানায় কানায় ভরে ওঠে মসজিদ প্রাঙ্গণ। নতুন পোশাক পড়ে ঈদের আনন্দে আত্মহারা শিশু থেকে বৃদ্ধ সকলে।

উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। তবে ঈদের আনন্দে একইসঙ্গে সারা বিশ্বের মুসলিমরা সামিল হতে পারছে না। কারণ ইসলামী শরিয়ত অনুযায়ী নতুন চাঁদ উঠলে তবেই পালিত হয় ঈদ। আর যেহেতু সারা বিশ্বে একইসঙ্গে চাঁদ দেখা যায় না। তাই একইসঙ্গে ঈদ উদযাপনও করা হয় না। বাকি দেশ গুলিতে আগামী কাল ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে। করোনার কারণে গত দুই বছর ঘরের মধ্যে আবদ্ধ থেকেই ঈদ পালন করতে হয়েছে। এবার করোনার প্রোকোপ কমায় উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।

প্রতি বছরের ন‍্যায় এবছরও ঈদ উপলক্ষে মুসলিমদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের অধিকাংশ দেশের রাষ্ট্র প্রধানরা। অন‍্যদিকে ট্রাডিশন অনুযায়ী নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মাহ তথা সমগ্ৰ বিশ্ববাসীর জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি করোনা থেকে মুক্তির জন্য বিশেষ ভাবে প্রার্থনা করা হয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন মুসল্লিরা।

Related Articles

Back to top button
error: