HighlightNewsদেশ

জাল ভোট ঠেকাতে নতুন উদ্যোগ নির্বাচন কমিশনের: ভোটারদের আঙ্গুলে কালি লাগানো হবে না, দেওয়া হবে লেজার মার্কিং

টিডিএন বাংলা ডেস্ক: জাল ভোট ঠেকাতে আরেকটি নতুন কৌশল অবলম্বন করবে নির্বাচন কমিশন। ভোটের সময় আঙুলে কালির পরিবর্তে এবার থেকে লেজার মার্ক ব্যবহার করা হবে। হিহন লাগানোর পর কয়েকদিন ধরে লেজারের মাধ্যমে তৈরি চিহ্ন মুছে ফেলা প্রায় অসম্ভব হবে বলে দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, ইভিএমে একটি ক্যামেরাও বসানো হবে, যা ভোটারের ছবি স্টোর করবে।

পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে এই নিয়ম কার্যকর করা হতে পারে। এবছর অনুষ্ঠিত হতে চলা পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে নতুন ব্যবস্থা কার্যকর হতে পারে। এর বিচার এখনও চলছে। লেজার প্রযুক্তি কারচুপি বন্ধ করবে বলে দাবি কমিশনের। কারণ, নখের ওপর লেজারের দাগ তৈরির পর ওই ব্যক্তি আবার ভোট দিতে এলে ধরা পড়বেন। অন্যদিকে, ইভিএমে স্থাপিত ক্যামেরা এআই প্রযুক্তির মাধ্যমে পুনরায় ভোট দিতে আসা ব্যক্তিকে শনাক্ত করবে এবং নির্বাচন কর্মকর্তাকে সতর্কবার্তা পাঠাবে।

Related Articles

Back to top button
error: