রাত পোহালেই তিন কেন্দ্রে নির্বাচন, ভবানীপুরে উপনির্বাচন সমস্ত সরঞ্জাম পরীক্ষা জোরকদমে
টিডিএন বাংলা ডেস্ক : রাত পোহালেই তিন কেন্দ্রে নির্বাচন। ভবানীপুরে উপনির্বাচন। আর সামশেরগঞ্জ–জঙ্গিপুরে নির্বাচন। এই পরিস্থিতিতে যোগ দিয়েছে নাগাড়ে বৃষ্টি। ফলে তিন কেন্দ্রেই নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনের আগের দিন সকাল থেকেই সর্বত্র প্রস্তুতি তুঙ্গে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র নির্দেশিকা দিয়ে জানিয়েছেন, বুথের ২০০ মিটারের মধ্যে পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না। সব বুথে ওয়েব কাস্টিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী ।
রাত পোহালেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। প্রস্ততি তুঙ্গে।নির্বাচন কমিশনের তরফ থেকে ভোট গ্রহণের জন্য সমস্ত প্রস্তুতি সারা। শেখাওয়াত মেমোরিয়াল স্কুলের খোলা হয়েছে সেন্টার। সেখান থেকে ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে রওনা দেন বুথে বুথে। কোভিড পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই কারণে কোভিড বিধি মেনে চলার ক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কমিশন।
দুর্যোগের জন্য কয়েক দফা ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। ইভিএম মেশিনকে নিরাপদ রাখার জন্য পলিথিন ব্যাগ দেওয়া হবে। যাতে ইভিএম মেশিন জলে না ভিজে যায়। প্রত্যেক ভোট–কর্মীকে দেওয়া হচ্ছে রেনকোট। প্রত্যেকটি বুথে সেডের ব্যবস্থা করা হচ্ছে। যেখানে যেখানে জল জমার সম্ভাবনা আছে, সেখানে পাম্প বসানো হচ্ছে। বিপর্যয় মোকাবিলা দফতর এবং সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট দুটি নৌকার ব্যবস্থা রাখছে যাতে তিন ফুটের উপর জল জমলে সেগুলি ব্যবহার করা যায়।