HighlightNewsরাজ্য

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ‘মৃত’ ব্যক্তি খেলেন দুধ! মৃত্যুর জন্য হাসপাতাল ও ঠিকা সংস্থার বিরুদ্ধে অভিযোগ পরিবারের

টিডিএন বাংলা ডেস্ক: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ‘মৃত’ বলে ঘোষণা করা ব্যক্তি বাড়িতে গিয়ে জীবিত হয়ে খেলেন গ্লাসভর্তী দুধ! তারপর আবার হাসপাতালে এসে মৃত্যু হল সেই ব্যক্তির। আর এই মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও ঠিকা সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছেন মৃত ব্যক্তির পরিবার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে। জানা গিয়েছে, রাস্তার ধারের জলনিকাশির নালা সারাইয়ের কাজ কর ছিলেন ওই ঠিকাকর্মী। কংক্রিটের ঢালাই ভাঙার জন্য বৈদ্যুতিক ড্রিল মেশিনের বিদ্যুৎ অবৈধ ভাবে পাশের বিদ্যুৎ খুঁটি থেকে নেওয়া হয় বলে অভিযোগ। বৃষ্টির জমা জলের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন ওই শ্রমিক। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে দ্রুত ভর্তী করা হয়। হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই ঘটে ওই ঘটনা। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ‘মৃত’ ঠিকাকর্মীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে পুলিশ।

Related Articles

Back to top button
error: