কৃষকদের “ভারত বনধ” সমর্থন করলো ১১টি রাজনৈতিক দল

Pic Courtesy: Twitter

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নয়াকৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার এগারো দিন ধরে দিল্লি সীমান্তে আন্দোলন করে চলেছেন হাজার হাজার কৃষকরা। ইতিমধ্যেই বেশ কয়েকবার আন্দোলনরত কৃষক সংগঠনের সদস্যরা কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসলেও কোন সমাধানসূত্র মেলেনি। আগামী ৯ ডিসেম্বর ফির একবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসার কথা কৃষক সংগঠনের সদস্যদের। এই পরিস্থিতিতে ৮ ডিসেম্বর সারা ভারতজুড়ে বন্ধের ডাক দিয়েছেন কৃষকরা।

কৃষক সংগঠনের সদস্যদের ডাকা এই ভারত বনধকে সমর্থন করেছে এগারটি রাজনৈতিক দল। এই দলগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কংগ্রেস, আরজেডি, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, এনডিএর সহযোগী রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি। শুধু তাই নয়, রাজস্থানের সাংসদ এবং আরএলপি নেতা হনুমান বেনিওয়াল জানিয়েছেন ৮ ডিসেম্বরের পরে এনডিএর সাথে থাকা নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।