মহিলাদের ক্ষমতায়ন! ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী উত্তরপ্রদেশে

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : উত্তরপ্রদেশে ভোটের আগে বড় চমক। ‘উইমেন পাওয়ার’-কে গুরুত্ব দিয়ে ভোটের বাজারে নামল কংগ্রেস। মঙ্গলবার দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা জানিয়েছেন, মোট বিধানসভা আসনের ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থীদেরই টিকিট দেওয়া হবে। নারী নির্যাতনে প্রায় সব সময় প্রচারের আলোয় থাকে যোগী রাজ্য। ধর্ষণ, শ্লীলতাহানি সহ একাধিক ঘটনায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে উত্তরপ্রদেশের। সেই দিকের কথা মাথায় রেখে মাষ্টারস্ট্রোক দিলেন প্রিয়াঙ্কা। নির্বাচনকে সামনে রেখে এদিন প্রিয়াঙ্কা এদিন সকালেই সেখানে পৌঁছে যান। লখনউয়ের দলীয় কার্যালয় থেকেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ ঘোষণা করেন সোনিয়া কন্যা। তিনি জানান যোগী রাজ্যের আগামী নির্বাচনে তিনি মহিলাদের ওপরই আস্থা রাখছেন। আর তাই নির্বাচনের ৪০ শতাংশ টিকিটই দেওয়া হবে মহিলাদের। মেধা ও যোগ্যতার নিরিখেই সেই টিকিট দেওয়া হবে। এরপর ধীরে ধীরে ৫০% সংরক্ষণের দিকে এগোতে চায় দল, এমনও জানিয়েছেন প্রিয়াঙ্কা। মনে করা হচ্ছে, উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কাকেই মুখ্যমন্ত্রীর মুখ করা হতে পারে। তাই নির্বাচনে কংগ্রেসের হয়ে মাঠে নামছেন যে মহিলা দল তাঁদের নেতৃত্বে থাকবেন সোনিয়া তনয়ই। যে কারণে সম্প্রতি ওই রাজ্যের যে কোনও প্রতিবাদে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকেই। সম্প্রতি লখিমপুর ঘটনার পরেই যোগী রজ্যে প্রিয়াঙ্কার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। মূলত সেই কারণেই এবার প্রিয়াঙ্কার নেতৃত্বে মাঠে নামছেন কংগ্রেসের মহিলা বাহিনী। যদিও দল এব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন সোনিয়া কন্যা।