টিডিএন বাংলা ডেস্ক : মন্ত্রিসভায় রদবদল করতে চলেছেন অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রীর জগন্মোহন রেড্ডি। সূত্রের খবর, নতুন মন্ত্রিসভায় গুরুত্ব পেতে চলেছে তরুণ তুর্কিরা। আর প্রবীণর দেওয়া হতে পারে সংগঠনের কাজে। ডিসেম্বরে জগন্মোহনের মেয়াদকাল আড়াই বছর পূর্ণ হচ্ছে। পরবর্তী আড়াই বছরে নতুন মুখ তুলে আনতে চাইছেন তিনি।
২০২৪ সালে দু-দুটি বড় চ্যালেঞ্জ জগন্মোহনের। এক লোকসভা। অপরটি বিধানসভা ভোট। এই দুই নির্বাচনে ভালো ফল করতে এখন থেকেই স্ট্র্যাটেজি তৈরি করতে শুরু করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। দক্ষিণের এই রাজ্যে বিজেপিকে রুখে দেওয়া তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। সেই কারণে সংগঠন এবং মন্ত্রিসভা গঠন এই দুটো বিষয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে মুখ্যমন্ত্রী। তবে ক্যাবিনেট বদলের ইঙ্গিত তিনি দিয়েছিলেন ২০১৯ সালেই। কারণ তিনি দেখতে চান, কারা কেমন কাজ করছে।
সূত্রের খবর, ৮০% মন্ত্রী তাদের পদ হারাতে পারেন। তবে শুধু মন্ত্রিসভার খোলনলচে পাল্টে ফেলাই উদ্দেশ্য নয়। আমজনতার কী অভাব-অভিযোগ? তা জানতে আগামী ডিসেম্বর থেকে জনতার দরবারে পৌঁছতে চায় জগন্মোহন সরকার।