রাজ্য
অনলাইন লটারির বিরুদ্ধে অভিযান ইংলিশবাজার থানার পুলিশের
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: বেআইনি অনলাইন লটারির বিরুদ্ধে অভিযান ইংলিশবাজার থানার পুলিশের।ইংরেজবাজার শহরের বিভিন্ন এলাকায় হানা দেয় পুলিশ। বেআইনিভাবে অনলাইন লটারি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। উদ্ধার বেশ কয়েকটি কম্পিউটার ও ল্যাপটপ। সম্প্রতি জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ হয় শহরজুড়ে বেআইনি লটারির কারবার বাড়ছে। অভিযোগের ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশ কে তদন্তের নির্দেশ দেন পুলিশ সুপার অলক রাজেরিয়া। তদন্তে নেমে ইংলিশবাজার শহরজুড়ে হানা দেয় পুলিশ। বেআইনিভাবে অনলাইন লটারি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে কম্পিউটার ল্যাপটপ।এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার অলক রাজোরিয়া।