টিডিএন বাংলা ডেস্ক: নুহের পর এবার হরিয়ানার পানিপথ। পানিপথের সমালখায় উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে। তিরঙ্গা যাত্রায় অংশ নেওয়া কয়েকশো মানুষ জবরদস্তি মসজিদে ঢুকে হিন্দুত্ববাদী স্লোগান দিতে শুরু করে। এরপরই এলাকায় উত্তেজনা তৈরি হয়। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেলে এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। ভিডিয়োতে কয়েকজন যুবককে তিরঙ্গা এবং ভগোয়া ঝাণ্ডা নিয়ে মসজিদে প্রবেশ করে হিন্দুত্ববাদী স্লোগান দিতে দেখা যায়।
ভিডিয়ো অনুযায়ী, বাইকে তিরঙ্গা যাত্রা র্যালির কয়েকশো জনতা সরায় মহল্লার একটি মসজিদের মুখ্য দ্বারে ভিড় করতে শুরু করে। এরমধ্যেই বেশ কয়েকজন জোর করে মসজিদের ভিতরেও প্রবেশ করে। এরপর পুলিশ ঘটনাস্থলে এলে এরা মসজিদ থেকে বেরিয়ে আসে। এদের বেশ কয়েকজন মসজিদে প্রবেশ করে হিন্দুত্ববাদী স্লোগান দেয় বলে অভিযোগ। মসজিদে উপস্থিত মুসলিমরা কোনও বিরোধ না করে পুলিশে ফোন করেন। এই ঘটনার পর সাজিদ, শারিফ, জুলফান এবং ইমরান পুলিশে ফোন করে।
মুসলিম সম্প্রদায়ের দাবি মসজিদে জবরদস্তি প্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশ তদন্ত করে কঠোর শাস্তি। সমালখার বাসিন্দা গফফর জানান, গেরুয়া ঝাণ্ডা নিয়ে বেশ কিছু মানুষ জবরদস্তি মসজিদে প্রবেশ করে এবং উসকানিমূলক স্লোগান দিতে থাকে। তিনি জানান মসজিদে যখন হিন্দুত্ববাদীরা প্রবেশ করে তখন মসজিদে তিনজনই ছিলেন। এরা বিতর্কে না গিয়ে পুলিশে ফোন করে। পুলিশ ঘটনাস্থলে আসার পর তারা বেরিয়ে যায়। পানিপতের পুলিশ আধিকারিক অজিত সিংহ শেখাওয়াত জানান, ‘আমরা অভিযোগের তদন্ত করছি, দোষীসাব্যস্ত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ সমালখা থানার ওসি জানান আমরা এফআইআর রুজু করেছি। মসজিদের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় যে কেউ অভিযুক্ত হোক, তাকে রেয়াত করা হবে না। সূত্র – পুবের কলম পত্রিকা