HighlightNewsবিনোদন

ড্রাগস মামলায় ভারতী সিংকে বায়কুলা জেলে এবং স্বামী হর্ষ লিম্বাচিয়াকে পাঠানো হলো তলেজা জেলে; কাল জামিনের আর্জির শুনানি

টিডিএন বাংলা ডেস্ক: ড্রাগস মামলায় জনপ্রিয় কৌতুক শিল্পী ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়াকে ১৪ দিনের বিচারে হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ভারতী সিংকে বায়কুলা জেলে পাঠানো হয়েছে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ওই জেলেই রাখা হবে ভারতীকে। ভারতের সিংয়ের স্বামী হর্ষ লিম্বাচিয়াকে তলেজা জেলে পাঠানো হয়েছে। এদিন আদালত বিচার হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়ার সাথে সাথেই তাদের আইনজীবী আয়াত খান এর মাধ্যমে জামিনের আবেদন করা হয়েছে। আগামীকাল অর্থাৎ সোমবার তাদের এই জামিনের আবেদনের শুনানি হবে ম্যাজিস্ট্রেটের আদালতে।

অপরদিকে এনসিবির পক্ষ থেকে নিযুক্ত আইনজীবী অতুল সরপান্ডে সংবাদমাধ্যমকে বলেন,”ভারতী এবং হর্ষের জামিনের আবেদন নিয়ে আগামীকাল সেশন কোর্টে শুনানি হবে। আমরা বলেছিলাম যে আমাদের আরো তদন্ত করার রয়েছে, তাই হেফাজতে রাখার অনুমতি চাওয়া হয়েছিল। কম পরিমাণে গাঁজা পাওয়া যাওয়ার কারণে ওদের দুজনকে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। আমরা আর্থিক লেনদেনের তদন্তের দাবি জানিয়েছিলাম, তবে আদালত আমাদের কথায় কান দেয়নি এবং হেফাজত দেয়নি।”

ভারতী এবং তাঁর স্বামী হর্ষের সঙ্গেই দুই মাদক ব্যবসায়ী কেউ এদিন আদালতে হাজির করা হয়। এই মাদক ব্যবসায়ীদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, ড্রাগস কান্ডে তদন্ত করতে গিয়ে শনিবার সকালে জনপ্রিয় কৌতুক শিল্পী ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার আন্ধেরির বাড়িতে হানা দেয় এনসিবি (নারকটিকস কন্ট্রোল ব্যুরো)। সূত্রের খবর অনুযায়ী, ড্রাগস কান্ডে তদন্ত চলাকালীন এনসিবির হাতে গ্রেফতার হওয়া এক মাদক বিক্রেতা জেরার সময় কৌতুক শিল্পী ভারতী সিংয়ের নাম নেয়। সেই সূত্র ধরেই শনিবার সকালে ভারতী সিং-এর বাড়িতে হানা দেয় এনসিবি।সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মুম্বাইয়ের এনসিবির জোনাল ডিরেক্টরের সমীর ওয়াংখেড়ে জানান, ভারতী এবং হর্ষের বাড়ি থেকে বেশ কিছুটা পরিমাণে গাঁজা উদ্ধার হয়েছে। এর পরেই ভারতী এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এনসিবি। ইতিমধ্যেই ড্রাগস কেসের তদন্ত সূত্রে এনসিবির জেরার মুখে পড়তে হয়েছে দীপিকা পাডুকোন অর্জুন রামপালের মতন বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীদের। এবার সেই তদন্তের রেস এসে পৌঁছেছে টেলিভিশন জগতের তারকাদের মহলেও।

Related Articles

Back to top button
error: