আফ্রিকার দেশ নাইজারে সামরিক হস্তক্ষেপের বিরোধীতা এরদোগানের, আফ্রিকায় অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ার আশঙ্কা
টিডিএন বাংলা ডেস্ক: নাইজারে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, নাইজারের সেনা শাসকের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করলে তাতে পুরো আফ্রিকা মহাদেশে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে। হাঙ্গেরি সফর শেষে দেশে ফেরার পথে এরদোগান তার বিমানে বসে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো এবং পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোওয়াস নাইজারে যে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে তা গ্রহণযোগ্য নয়।
এরদোগান বলেন, “নাইজারের সামরিক শাসকের বিরুদ্ধে ইকোওয়াস যে সামরিক হস্তক্ষেপ করতে যাচ্ছে তাকে আমি সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি না। কারণ এতে আফ্রিকার বিভিন্ন দেশে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে।” গত ২৪ জুলাই নাইজারের সাবেক প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রধান জেনারেল আব্দুর রহমান তিয়ানি দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটান এবং প্রেসিডেন্ট মোঃ বাজুমকে বন্দী করেন। ইকোওয়াস প্রথম থেকেই এই অভ্যুত্থান মেনে নেয়নি বরং তারা বলছে, প্রেসিডেন্ট বাজুমকে ক্ষমতায় পুনর্বহাল করতে হবে। এজন্য তারা নাইজারের জান্তা সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। তবে জেনারেল তিয়ানি বলেছেন, বহি:শক্তির আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য তার বাহিনী প্রস্তুত রয়েছে। সূত্র- পার্সটুডে