নোটবন্দির এতোকাল পরেও নগদেই ভরসা সাধারণের

টিডিএন বাংলা ডেস্ক : নোটবন্দির ৫ বছর পূর্ণ। অথচ এখনও ডিজিট্যাল ব্যাঙ্কিংয়ে অভ্যস্ত হয়নি অনেকেই।এখনও বহু নাগরিক নগদে লেনদেন করতেই বেশি স্বচ্ছন্দ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক তথ্যে একথা উল্লেখ রয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, ৮ অক্টোবর ২০২১ পর্যন্ত মানুষের হাতে ২৮.৩০ লক্ষ কোটি টাকার নগদ ছিল। নভেম্বর ৪, ২০১৬-এর হিসাবে যা ১০.৩৩ লক্ষ কোটি টাকা বেশি। তবে ৮ নভেম্বর, ২০১৬ নোটবন্দির আগে মানুষের ১৭.৯৭ লক্ষ কোটি টাকার নগদ ছিল। ৮ নভেম্বর, ২০১৬ নোটবন্দির পর জানুয়ারি ২০১৭ সালে সেই নগদ নেমে দাঁড়ায় ৭.৮ লক্ষ কোটি টাকা। ৪ বছরে মানুষের হাতে নগদ বেড়েছে। নগদে লেনদেন করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেছে জনগণ। যদিও নগদ লেনদেন বন্ধ করতে একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক। এরপরও বন্ধ হয়নি নগদে লেনদেন। নগদ লেনদেন একাধিক বিধিনিষেধও চাপানো হয়েছে। এরপরও পিছিয়ে আসতে হয়েছে কেন্দ্র-সহ শীর্ষ ব্যাঙ্ককে।

রিজার্ভ ব্যাঙ্ক বলছে, গত দুই বছরে নগদ হাতে থাকার প্রবনতা বেড়েছে। নেপথ্যে করোনা সংক্রমণ এবং কেন্দ্র-রাজ্যস্তরে লকডাউন পর্ব। তাই বিপদ কিংবা প্রয়োজন মেটাতে ঘরে নগদ মজুদের ঝোঁক থেকেই হাতে টাকা বেশি এসেছে মানুষের।