আধার যোগ না থাকলেও মিলবে রেশন, ঘোষণা কেন্দ্রের

টিডিএন বাংলা ডেস্ক : আধার যোগ না থাকলেও রেশন মিলবে। জানাল কেন্দ্র। আধার যোগের পরেও বায়োমেট্রিক কাজ না করলেও মিলবে সস্তার চাল-গম। তবে ৩১ মার্চের মধ্যে আধার সংযোগের কাজ সম্পূর্ণ করতেই পরামর্শ দিয়েছে খাদ্য ও গণবণ্টন মন্ত্রক।

সরকারি তথ্য বলছে, ২০১৮ সালে বাতিল হয় প্রায় ৬০ লক্ষ রেশন কার্ড। ২০১৯ এবং ২০২০ সালে তা কমে হয় ২৪ এবং ২২ লক্ষ। ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত ৪ কোটি ২৮ লক্ষ ভুয়ো কার্ড বাতিল হয়েছে। জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী চৌবে। যদিও তার কারণ মোটেই আধার সংযোগ না-হওয়া নয় বলেই উল্লেখ করেছেন তিনি।

আধার সংযোগ না থাকার জন্য কি রেশন কার্ড বাতিল হয়েছে? সরকারকে প্রশ্ন করেছিলেন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গে এবং সিপিএমের এমপি জন ব্রিটাস। তারই লিখিত জবাবে মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী লিখিতভাবে সংসদে জানিয়েছেন, আধার সংযোগ না থাকা কার্ড বাতিলের কারণ নয়। আধার সংযোগ না থাকলেও যোগ্য ব্যক্তিদের রেশন দোকানের মাধ্যমে জাতীয় খাদ্য সুরক্ষা আইনে সস্তায় খাদ্যশস্য মিলবে। রাজ্যগুলিকে তেমনই পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানিয়েছেন, টেকনিক্যাল কারণে বায়োমেট্রিকে হাতের আঙুলের ছাপ না মিললেও প্রকৃত কার্ডধারীদের রেশন পেতে সমস্যা হবে না। পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে ‘ওয়ান নেশন ওয়ান রেশন’ কার্ডে জোর দেওয়া হচ্ছে। তবে তার জন্য পৃথক কোনও রেজিস্ট্রেশন করাতে হবে না।