ডেথ সার্টিফিকেটে কোভিড উল্লেখ না থাকলেও ক্ষতিপূরণ দিতে হবে, নির্দেশ সুপ্রিমকোর্টের
টিডিএন বাংলা ডেস্ক : করোনায় স্বজনহারাদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা আগেই জানিয়েছিল কেন্দ্র। এবার তাতে সুপ্রিম সিলমোহর। কেন্দ্রের পথ অনুসরণ করেই সুপ্রিমকোর্ট রাজ্যের ঘাড়েই চাপাল ক্ষতিপূরণের দায়। সোমবার শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ”মৃতের ডেথ সার্টিফিকেটে যদি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কথা উল্লেখ নাও থাকে, তাহলেও ক্ষতিপূরণ দিতে অস্বীকার করতে পারবে না রাজ্য সরকার। মৃতের সবচেয়ে নিকটতম স্বজনকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হবে। কেন্দ্র এবং রাজ্যের গৃহীত একাধিক সমাজকল্যাণমূলক প্রকল্পের আওতার বাইরে এই অর্থ প্রদান করা হবে।”
সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি এমআর শাহ ও এএস বোপান্নার বেঞ্চের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, কোনও রাজ্য ক্ষতিপূরণ দিতে অস্বীকার করতে পারবে না। এক্ষেত্রে যদি কোনও ব্যক্তির মৃত্যুর শংসাপত্রে করোনার উল্লেখ না থাকে, তাহলে তাঁদের সংশ্লিষ্ট রাজ্যের জেলা কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেই সঙ্গে আরও জানানো হয়েছে, মৃতের পরিবারের আবেদন করার ৩০ দিনের মধ্যেই ওই ক্ষতিপূরণের টাকা তাঁদের কাছে পৌঁছে দিতে হবে। কারও আবেদন বাতিল হলে, সেই কারণও দর্শাতে হবে সংশ্লিষ্ট প্রশাসনকে। কোনও রাজ্য চাইলে ৫০ হাজারের বেশিও দিতে পারে।