টিডিএন বাংলা ডেস্ক : বহু বিজেপিশাসিত রাজ্যেও বিষ মদ খেয়ে মৃত্যু হয়। কোনও বিরোধী নেতা নয়। একথা বলেছেন বিজেপি সাংসদ সুশীল কুমার মোদি।
নালন্দা বিষমদ কান্ডে ১৩ জনের মৃত্যুর হয়। যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তখন এভাবেই তাঁর পাশে দাঁড়ালেন সে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুশীল কুমার মোদি। বিজেপি সাংসদ বলেন, “২০১৫ সালে মহারাষ্ট্রে যখন বিজেপির সরকার ছিল, দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে বিষমদ খেয়ে ১০২ জন মারা গিয়েছিলেন। ২০১৯ সালে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ১০৮ জন প্রাণ হারিয়েছেন। এই দুই রাজ্যেই বিজেপি ক্ষমতায় রয়েছে।”
তাঁর কথায়, মদ নিষিদ্ধ এবং বিষমদ খেয়ে মৃত্যু এই দুটি ভিন্ন জিনিস, আবার একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। আর কয়েকদিন পরেই উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে বিজেপি সাংসদের এই মন্তব্যে রীতিমত অস্বস্তিতে গেরুয়া শিবির।