টিডিএ বাংলা ডেস্ক: স্বাধীনতা দিবসের দিনেও লখনউয়ের বাংলাবাজারে তেরঙ্গা যাত্রার সময় ছোঁড়া হল পাথর। প্রয়াগরাজে চলল গুলি। গুলিবিদ্ধ হয়েছে এক যুবক।
আজ গোটা দেশ যখন স্বাধীনতা উদযাপন করছে সেসময় লখনউ ও প্রয়াগরাজে ধুন্ধুমার কান্ড বেঁধে যায়। জানা গিয়েছে, লখনউয়ের বাংলাবাজার এলাকায় তেরঙ্গা যাত্রা বের করছিলেন কয়েকজন। আশিয়ানার বাংলাবাজার এলাকায় চন্দ্রিকা দেবীর মন্দিরের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।মিছিল চলাকালীন অপর পক্ষের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এরপর সেই ঝগড়া মারধরের আকার নেয়। পাথর নিক্ষেপ শুরু হয় একে অপরকে লক্ষ্য করে। এ সময় দোকানপাট ও বাড়িঘর লক্ষ্য করেও পাথর ছোঁড়া হয়। এই ঘটনার বেশ কিছু ভিডিও সামনে এসেছে। বেশ কিছু যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশের দাবি, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। মূলত: এই কারণেই তেরঙ্গা যাত্রায় একই সম্প্রদায়ের দুই পক্ষ মুখোমুখি হয়। সংঘর্ষের খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা এলাকায় বিপুল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অনেককে আটক করা হয়েছে। এই ঘটনায় ৯ জন ব্যক্তিকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছে, স্বাধীনতা দিবসে যারা পরিবেশ নষ্ট করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে দুই দলের মধ্যে হাতাহাতি হয়। একদলের ৭-৮ জন লোক ইট-পাথর নিয়ে আসে অন্য দলের লোকজনকে মারার জন্য। ছোঁড়া হয় ঢিল। জাতীয় পতাকা নিয়ে যাত্রা শুরু করতেই পাথর ছোঁড়া শুরু হয়।
অন্যদিকে, প্রয়াগরাজে তেরঙ্গা যাত্রার সময় ডিজে বাজানো এক যুবককে বন্দুক দিয়ে গুলি করা হয়। ঘটনাটি ঘটে ঘুরপুর থানার ঘুরপুর শহরে। আহত যুবককে সংকটজনক অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, প্রয়াগরাজে তেরঙ্গা যাত্রা বের করার সময় ডিজে অপারেটর এবং তেরঙ্গা যাত্রায় জড়িত যুবকদের মধ্যে কিছু বিষয় নিয়ে ঝগড়া হয় । ক্ষিপ্ত হয়ে এক যুবক কোমরে থাকা পিস্তল বের করে। এরপর কেউ কিছু বুঝতে পারার আগেই অতর্কিতে ডিজে বাজানো যুবককে লক্ষ্য করে গুলি চালায় ওই যুবক। নিহত ওই যুবকের নাম মনোজ কুমার প্যাটেল। মনোজ গ্লাস ফ্যাক্টরি এলাকার বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত নীরজ কুমার নিষাদের ছেলে ললতা প্রসাদ নিষাদ ওরফে ছোট কাঞ্জরাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে পুলিশ। তেরঙ্গা যাত্রায় জড়িত যুবকরা জানিয়েছেন, নীরজ ৩১৫ বোরের পিস্তল দিয়ে গুলি করে মনোজকে।
এই ঘটনা প্রসঙ্গে এসপি যমুনাপার সৌরভ দীক্ষিত বলেছেন, নীরজ কুমারকে গুলি করা যুবককে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্যাতিতর অভিযোগ পেয়ে মামলা দায়েরের পর ব্যবস্থা নেওয়া হবে।