HighlightNewsদেশ

আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

টিডিএন বাংলা ডেস্ক : উৎসবের মরশুমে আম-জনতার নাভিশ্বাস তুলে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৩৪ পয়সা বেড়ে হয়েছে ১০৭.১১ টাকা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩৫ পয়সা। শহরে ডিজেলের নতুন দাম লিটারে ৯৮ টাকা ৩৮ পয়সা। গত ১ মাসে এই নিয়ে ১৮ বার বাড়ল পেট্রোলের দাম। আর ডিজেলের দাম বাড়ল ২১ বার।

প্রতিদিনই নিজেদের রেকর্ড ব্রেক করছে পেট্রোল-ডিজেল। আগেই সেঞ্চুরি পার করেছে পেট্রোল। এবার সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেলও। তরল সোনা কিনতে গিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও, বিজেপি নেতারা বলছেন বিষয়টা ততটা গুরুত্বপূর্ণ নয়। আর তা হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন অসমের বিজেপি সভাপতি ভবেশ কলিতা। আমজনতার দুর্ভোগকে আমল না দিয়ে তার মন্তব্য, পেট্রোলের দাম ২০০ টাকা ছুঁলে বাইকে তিনজন বসার অনুমতি দেওয়া হবে। প্রাক্তন মন্ত্রী তথা বিজেপির এই শীর্ষ নেতার মন্তব্য রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস এই মন্তব্যের সমালোচনা করেছে। কলিতার মন্তব্যকে সমালোচনা করে বলেছে, বিজেপির সভাপতি কি এই ধরনের মন্তব্য রসিকতা করে বলেছেন? নাকি বিষয়টির গুরুত্ব না বুঝেই আলটপকা মন্তব্য করেছেন?

এদিকে পেট্রোল-ডিজেলের দাম বাড়ার ফলে সবজি বাজার অগ্নিমূল্য। বাজারে সবজিতে হাত দিতে গেলে হাতে ছ্যাকা লাগছে আমজনতার। যাতায়াতের খরচ বেড়েছে। ফলে হিমশিম দশা সাধারণ মানুষের।

Related Articles

Back to top button
error: