HighlightNewsদেশ

প্রত্যেক শিখের উচিত আধুনিক লাইসেন্সড হাতিয়ার রাখা; মন্তব্য অকাল তখতের জথেদারের

টিডিএন বাংলা ডেস্ক: অমৃতসরের অকাল তখতের জথেদার হরপ্রীত সিং সোমবার জানিয়েছেন, প্রত্যেক শিখের একটি আধুনিক লাইসেন্সড অস্ত্র রাখার চেষ্টা করা উচিত। মিরি-পিরির প্রতিষ্ঠাতা গুরু হরগোবিন্দ সাহেবের গুরুতা গাদ্দী দিবসে সঙ্গতকে দেওয়া এক বার্তায় এদিন এমনই কথা বলেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, জথেদার হরপ্রীত সিং জানিয়েছেন, গুরু হরগোবিন্দ সাহেব চারটি যুদ্ধ করেন এবং চারটিতেই জয়ী হন। এখন সময় এসেছে। শিখদের বাণী পাঠ করে শক্তিশালী হওয়া উচিৎ এবং প্রতিটি শিখকে সশস্ত্র হওয়া উচিত। তিনি বলেন, গুরু হরগোবিন্দ সিংয়ের মিরি-পিরির বাণী আজও কার্যকর। শিখদের সর্বশেষ গাটকা, বেড়া, তীরন্দাজ অনুশীলনের সাথে গুরুদের নাম জপ করা উচিত।
গুরু হরগোবিন্দ সাহেবের গুরুতা গাদ্দি দিবস উপলক্ষে অমৃতসরের স্বর্ণমন্দিরে পালিত অনুষ্ঠানে এদিন জথেদার হরপ্রীত সিং আরো বলেন, আজকের পরিস্থিতি অনুযায়ী, এটা প্রয়োজনীয় হয়ে পড়েছে যে প্রত্যেক শিখ আইনি উপায় আধুনিক লাইসেন্সড হাতিয়ার রাখুক। একইসঙ্গে মাদকাসক্তি থেকেও দূরে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, মাদকাসক্তি ঘরবাড়ি ধ্বংস করে দিচ্ছে। নেশা থেকে দূরে থাকার একমাত্র উপায় হল আমরা সকলে গুরুবাণীকে প্রণাম করি এবং গুরুদের স্মরণ করি।

Related Articles

Back to top button
error: